,

লাখাইয়ে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ-লাখাইবাসী আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আমাকে নৌকা মার্কায় বিপুল পরিমাণ ভোট দিয়ে দুইবার এমপি নির্বাচিত করেছেন বলেই আমি আপনাদের জন্য কাজ করে যেতে পারছি। স্বাধীনতা পরবর্তী সময়ে অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর আমিও দ্বিতীয়বারের মতো আপনাদের প্রতিনিধি হিসাবে কাজ করছি। যদি অন্য যে কোন সময়ের চেয়ে হবিগঞ্জে বেশি উন্নয়ন কর্মকান্ড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমার কাজের মূল্যায়ন করবেন, এটা আমার প্রত্যাশা। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও খেলাধূলাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন চলতেই থাকবে আর এই কৃতিত্ব আপনাদেরই। গতকাল সোমবার পৃথক সময়ে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের পশ্চিম ভেলুনগর গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, প্রযুক্তির সম্প্রসারণ ও সময়পোযোগী ও আধুনিক কৃষি বিপ্লবের উদ্যোগ নেয়ার কারণে বাংলাদেশের কৃষিত্রে আজ অনেক দূর এগিয়েছে। কৃষি কাজে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা হ্রাস, ফসলের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে আওয়ামীলীগ সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে এবং অনেক প্রকল্পের কাজ এখনও চলমান। তিনি আরও বলেন, দেশের কৃষকদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করায় দেশে আরও দক্ষ জনশক্তি তৈরী হচ্ছে এবং দেশ এখন খাদ্যে সয়ংসর্ম্পূন্নতা অর্জন করেছে। অচিরেই লাখাই উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে বলে উপস্থিত জনগণকে আস্বস্থ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সমন্মিত কৃষি উন্নয়নের মাধ্যেমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপজেলার ৬ ইউনিয়নে ৬টি ইঞ্জিন চালিত ট্রাক্টর ও তিনশ’ কৃষকের মধ্যে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোছাইন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ ছোলায়মান মিয়া, উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ্ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, এমএ মতিন মাস্টার, ফারুক সরদার, আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। একইদিন সকালে উপজেলার কালাউকে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও উপজেলার বামৈ বেলানগর এলাকায় নবনির্মিত বিদ্যুৎ লাখাইনের শুভ উদ্ভোধন করেন সংসদ সদস্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, আব্দুল হাই কামাল, শেখ মুক্তার হোসেন বেনু ও মোঃ রফিকুল ইসলাম মলাই, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নুরুজ্জামান মোল্লা প্রমুখ।


     এই বিভাগের আরো খবর