,

শ্রীমঙ্গলে প্রবাসির বাসায় ডাকাতিকালে হবিগঞ্জের এক ডাকাতসহ আটক ৩ : ডাকাতদের হামলায় মা-মেয়ে আহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে এক প্রবাসির বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে হবিগঞ্জের এক ডাকাতসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত ডাকাত মামুন মিয়া (৩৮) সদর উপজেলার বহুলা গ্রামের জিতু মিয়ার পুত্র। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার রামনগড় ইউপির গাজিপুর গ্রামে প্রবাসি আব্দুল মালেকের বাসায় গত সোমবার দিবাগত গভীররাতে ৮/১০ জনের একদল মুখোশদারি ডাকাত হানা দেয়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় প্রবাসির পরিবারের লোকজনের চিৎকার করলে ডাকাতরা প্রবাসির স্ত্রী আমেনা বেগম (৫৫) ও তার কন্যা সুমাইয়া নাজমিন (২৩)কে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ডাকাতদের হামলায় এলাকাবাসিও ৫ জন আহত হয়। গ্রামবাসিরা এসে ডাকাতদের ধাওয়া করার সময় হবিগঞ্জের এক ডাকাত আটক করে উত্তম-মধ্যম দেয়। আটক ডাকাত মামুননের দেওয়া তথ্যমতে শ্রীমঙ্গল থানা এসআই মোঃ সামছুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার সহযোগী আরো ২ ডাকাতকে আটক করেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ আবু সাইদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত মামুনকে আটক করে নিয়ে আসে। এদিকে ডাকাতদের হামলায় আহত মা-মেয়েকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ডাকাত মামুনের বিরুদ্ধে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটসহ বিভিন্ন থানায় প্রায় ২০টিরও বেশি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।


     এই বিভাগের আরো খবর