,

চুনারুঘাটে জনপ্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, পৌর মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, কাজী শাফিয়া আক্তার, টিএইচও দেবাশিষ দাস, উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন সরকার, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামছুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, ইউপি চেয়ারম্যান অব্দুর রশিদ মাষ্টার, হুমায়ুন কবির খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মাষ্টার, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা, পিআইও মোহাম্মদ মাশহুদুল ইসলাম প্রমুখ। সভায় চুনারুঘাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মানসম্মত শিক্ষা ও অনাবাদী কৃষি জমি চাষের আওতায় আনয়ন সহ বিভিন্ন বিষয়ে উনমুক্ত আলোচনা হয়। অন্যদিকে সকাল ১০টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভা এবং বেলা ১২টায় দেওরগাছ ইউনিয়নের কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, ইউএনও আহমেদ জামিল, চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, কাচুয়া স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।


     এই বিভাগের আরো খবর