,

নানা অনিয়মের অভিযোগে নবীগঞ্জের সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল বহিস্কার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আউশকান্দি হাফিজিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান জুয়েলকে ২০১৬ সালের জন্য বহিস্কার করা হয়েছে। এনিয়ে ফেসবুকসহ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তোলপাড় চলছে। বহিস্কারের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়সহ সিলেট শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের মানষিক নির্যাতন, অসৎ উপায় অবলম্বন, পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তাদের সাথে অসৌজন্য মূলক আচরণ, দায়িত্ব পালনে অবহেলা, কেন্দ্রে বিলম্বে প্রবেশ ও স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগে তাকে ২০১৬ সালের জন্য বহিস্কার করা হয়। আউশকান্দি পরীক্ষা কেন্দ্রের সচিব এ খবর নিশ্চিত করেন। সূত্রে প্রকাশ, আউশকান্দি হাফিজিয়া মাদ্রাসা ভ্যেনুতে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ, দায়িত্বপ্রাপ্ত কক্ষ ত্যাগ করে অন্য কক্ষে প্রবেশ, পরীক্ষায় বিঘœতা সৃষ্টির নিমিত্তে বিলম্বে আগমন, পরীক্ষার্থীদেরকে নানাভাবে মানষিক নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্র সচিব স্বাক্ষরিত আদেশের অনুলিপি পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সভাপতি ও প্রধান শিক্ষক সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়, হলসুপার নবী-৪(১৪৮), মাদ্রাসা ভেন্যুতে কর্মরত হল সুপারকে আদেশের অনুলিপি প্রেরণ করাা হয়েছে। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, আলোচিত শিক্ষক হাবিবুর রহমান জুয়েল কর্মরত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তার নিকট প্রাইভেট পড়ার জন্য চাপ প্রয়োগ করে। অন্যথায় পরীক্ষার খাতায় নাম্বার কমিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, শিক্ষক জুয়েল কোচিং বাণিজ্য ছাড়াও জেএসসি এবং এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের চুক্তি ভিত্তিক নকল সরবরাহ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। উল্লেখ্য, ২০১৫ সালে আউশকান্দি পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট নকল সরবরাহের অভিযোগে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেন। ওই সময় তাকে সতর্কতাসহ হলরুমের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর