,

মাধবপুরে আবারো মার লিমিটেড কোম্পানীর শিল্প-বর্জ্য দূষণ শুরু : এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের মার লিমিটেড কোম্পানীর শিল্পবর্জ্যে আবারো অতিষ্ঠ হয়ে উঠেছেন, ছাতিয়াইন ফান্দাউক, মুড়াকড়ি ও চাপড়তলা ইউনিয়নের হাজার হাজার মানুষ। নতুন করে এলাকার নালাগুলোতে বর্জ্য ছড়িয়ে পড়ায় বিক্ষুব্দ হয়ে উঠেছেন এলাকাবাসী। যে কোনও সময় আবারো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় অধিবাসীরা অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনÑ বাপা হবিগঞ্জ শাখার একটি প্রতিনিধি দল। গতকাল রবিবার বিকালে মাধবপুরের শাহপুরস্থ মার লিমিটেডের আশপাশ ও স্থানীয় খালগুলো পরিদর্শন করেন তারা। ওই সময় এলাকাবাসী অভিযোগ করেন, বিগত ৩ জানুয়ারী তারিখে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে মার কোম্পানীর কর্তৃপ দূষণ রোধকল্পে বর্জ্য শোধনাগার নির্মাণ ও খাল-বিল রার্থে গাইডওয়াল নির্মাণসহ কয়েকটি লিখিত চুক্তিতে সম্মতি জানায়। কিন্তু সম্প্রতি পুনরায় কোম্পানী কর্তৃপক্ষ রাতের আঁধারে দূষিত পানি খালগুলোতে ছেড়ে দিচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ওই দূষিত পানি প্রবাহিত হচ্ছে। ফলে ধীরে ধীরে এলাকাবাসীর ভেতর বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে। যে কোন মুহুর্তে আইন-শৃংখলা বিঘিœত হওয়ার মতো ঘটনার আশঙ্কা করছেন তারা। পরিদর্শনকালে বাপা’র পক্ষে উপস্থিত ছিলেন বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাতিয়াইন ইউনিয়নের সাবেক সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেন মনু, আব্দুল কাইয়ুম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর