,

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে সভা

জুয়েল চৌধুরী ॥ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে ট্রাফিক পুলিশ ও পরিবহণ মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা শিল্প কলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম। সভাপতিত্ব করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ আ.স.ম শামসুল ইসলাম। বক্তব্য রাখেন মোটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সিরাজ খান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিআরটিএর সহকারি পরিচালক (ইঞ্জিন) আবু নাইম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, রাস্তাপারাপারের সময় সিগন্যাল মেনে চলাচল করতে হবে, গাড়ি চালানোর সময় সতর্কতার সাথে এবং সাংকেতিক চিহ্নগুলো মেনে চলতে হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান, সুদিপ্ত রায়, রাসেলুর রহমান, হাইওয়ে থানার সহকারি পুলিশ সুপার শৈলেন চাকমা, সদর থানার ওসি ইয়াসিনুল হক, ট্রাফিক ইন্সফেক্টর বীর মুক্তিযোদ্ধা আনিছুজ্জামান চৌধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর