,

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় সাংবাদিক শোয়েব চৌধুরী কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় সমকাল ও চ্যানেল ২৪ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুল্লাহ আল জাহিদের নেতৃত্বে একদল পুলিশ রাজনগর এলাকার অনামিকা কমিউনিটি সেন্টারের সামন থেকে তাকে গ্রেফতার করে। পরে দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে তাকে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ‘খোয়াই নগরী’ নামে ফেসবুকের একটি আইডি থেকে হবিগঞ্জের বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন গ্রাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানীমূলক মন্তব্য প্রকাশ করা হয়। আর মন্তব্য প্রকাশের সাথে সাথেই তাতে মন্তব্য এবং লাইক দিয়ে থাকেন সাংবাদিক শোয়েব চৌধুরী ও হাফিজুর রহমান নিয়ন। সম্প্রতি একইভাবে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী সম্পর্কে আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়। আর এতে তিনি ক্ষুব্ধ হয়ে গত রবিবার রাতে হবিগঞ্জ সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন। হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক মামলাটি এফআইআর করে তদন্তের জন্য এসআই রকিবুল হাসানকে দায়িত্ব প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর