,

হবিগঞ্জের মিটিরচক গ্রামেসালিশ বৈঠকে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ ॥ আহত ২৫

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার মিটিরচক গ্রামে সালিশ বৈঠকে চেয়ারম্যানের উপস্থিতিতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। এ সময় বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুন নুর ও আইয়ুব আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাগুলো নিষ্পত্তির জন্য সালিশের আয়োজন করা হয়। উক্ত সালিশে নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজ উদ্দিন তাজ, রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ এনামুল হক কামাল ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদ আলী উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে সালিশানরা উভয় পক্ষের বক্তব্য শুনার সময় আইয়ুব আলী ও আব্দুন নুরের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষে পরিণত হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাড়িঘরে হামলা, ভাংচুর ঘটে। আহত অবস্থায় আবিদা খাতুন (২০), আছিয়া বেগম (৪০), নাসির মিয়া (১৮), মজিদ (৬৫), আব্দুন নুর (৭০), সেলিম মিয়া (৩৫), আইয়ুব আলী (৪০), হারুন রশিদ (৩০), আল আমিন (২৫) ও ঝাড়– মিয়া (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় মুরুব্বিরা পরিস্থতি শান্ত করেন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।


     এই বিভাগের আরো খবর