,

হবিগঞ্জে এইডস বিষয়ক ওরিয়েন্টেশন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে এইচআইবি এইডস সর্ম্পকে সচেতনা মূলক ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়। বাধন হিজড়া সংঘের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভায় তথ্য প্রকাশ করা হয়, ২০০১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে ৯৫জন এইচআইবি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের কোথায়ও এইচআইবিতে আক্রান্ত হওয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই ভাইরাসটি সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, দি গ্লোবাল ফান্ড প্রোজেক্ট, আইসিডিডিআর, বি এর ডিআইসি ম্যানেজার একেএম রফিকুর রহমান, অ্যাডভোকেট ফারুক আহমেদ,অ্যাডভোকেট সুশীতল চন্দ্র দেব, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্টার এএম শাহ আলম, বাধন হিজড়া সংঘের কাউন্সিলর জোনাকী, আরডিআরএস এর এডমিন অমিয় বর্মণ প্রমূখ। এছাড়াও সভায় মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি স্বাস্থ্যকর্মী, আইনজীবি ও সাংবাদিকরা অংশগ্রহন করেন।


     এই বিভাগের আরো খবর