,

হবিগঞ্জে বেকারী ও মিষ্টির দোকানে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দুই বেকারী ও এক মিষ্টির দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট বিভাগের সহকারি পরিচালক সেলিম রেজার নেতৃত্বে একদল পুলিশ কোর্ট স্টেশন এলাকার রেশমি বেকারীতে অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে বেকারী মালিক নুর মিয়াকে ৬ হাজার টাকা ও একই সড়কের বিউটি ফুড বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে বেবিষ্ট্যান্ড এলাকার বিলাসবহুল মধুকানন মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কিছু পণ্য জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রবিউল আলমসহ একদল পুলিশ।


     এই বিভাগের আরো খবর