,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৩দিন ধরে জনৈক মহিলা বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে লড়ছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ অনেকদিন আগে ভুপেন হাজারিকার গাওয়া ‘মানুষ মানুষের জন্য, গানটি আজো বাস্তবে পরিণত হয়নি। এর জলন্ত উদাহরণ হল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৩দিন ধরে এক মহিলা বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে লড়ছে। গত ৩ দিন ধরে হাসপাতালের মেঝেতে পড়ে থাকলেও তার মৌলিক চাহিদার অন্যতম ৩টি উপাদান, চিকিৎসা, থাকার জায়গা ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে না। ৩ দিনে ওই সব মৌলিক চাহিদার অভাবে সে দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে। গতকাল সরজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, মহিলা ওয়ার্ডের টয়লেটের পাশে মেঝেতে পড়ে রয়েছে ওই মহিলা। প্রচন্ড ঠান্ডায় কাতরালেও তার শীত নিবারণে কেউ এগিয়ে আসছে না। এ প্রতিনিধি তার সর্ম্পকে জানতে চাইলে সে নিজেকে হুসনা বেগম বলে পরিচয় দেয় এবং খাবারের অভাবে সে কথা বলতে পারছে না। ওই ওয়ার্ডের অন্যান্য রোগীরা জানায়, সে ৩ দিন ধরে মেঝেতে পড়ে থাকলেও কোন ডাক্তার, নার্স চিকিৎসা দিতে এগিয়ে আসেনি। এমনকি তাকে হাসপাতাল থেকে খাবার দেয়া হচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত এক নার্স জানান, তাকে জিজ্ঞাসা করলে কথা বলতে না পারায় তার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।


     এই বিভাগের আরো খবর