,

আজ জেলা পরিষদ নির্বাচনের তফসিল : থাকছে না দলীয় মনোনয়ন ॥ হবিগঞ্জে চেয়ারম্যান পদে ডজন খানেক প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মত জেলা পরিষদ নির্বাচন আয়োজনের জন্য আজ রোববার তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ৬১ জেলায় চেয়ারম্যান ও সদস্য পদের এই নির্বাচনে ভোট দেবেন কেবল জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকার বিভাগ ২৮ ডিসেম্বর ভোটের দিন ঠিক করে দেওয়ায় এখন অন্যান্য তারিখ ঘোষণা বাকি। নির্বাচন কমিশন সূত্রে জানায়, ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। মনোনয়ন জমা, বাছাই ও প্রত্যাহারের শেষ সময়সহ তফসিল দেওয়া হবে আজ রোববার। ইসি কর্মকর্তা সূত্র জানান, চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হতে পারে। ২ ও ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রাখা হতে পারে ৯ ডিসেম্বর। পার্বত্য তিন জেলা বাদে বাকি ৬১ জেলায় এ ভোটে জেলা নির্বাচন কর্মকর্তারা রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এবারই প্রথম অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ারও সুযোগ রাখা হচ্ছে। আইন অনুযায়ী, প্রতিটি জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন। প্রতিটি জেলায় ১ জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন। স্থানীয় সরকারের অন্যান্য স্তরে দলীয় মনোনয়নে চেয়ারম্যান বা মেয়র নির্বাচন হলেও জেলা পরিষদে তা হচ্ছে না। ২৫ বছর বয়সী বাংলাদেশের যে কোনো ভোটার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে তিনি নিজে একজন জনপ্রতিনিধি হলে পদে থেকে প্রার্থী হওয়া যাবে না। ১৯৮৯ সালে তিন পার্বত্য জেলায় একবারই সরাসরি নির্বাচন হয়েছিল। আর কোনো জেলা পরিষদ নির্বাচন হয়নি। ১৯৮৮ সালে এইচ এম এরশাদের সরকার প্রণীত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান ছিল, পড়ে আইনটি অকার্যকর হয়ে পড়ে। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করে। এরপর ২০১১ সালের ১৫ ডিসেম্বর সরকার ৬১ জেলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের প্রশাসক নিয়োগ দেয়। অনির্বাচিত এই প্রশাসকদের মেয়াদ শেষেই ডিসেম্বরে নির্বাচন হচ্ছে। প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্য জেলার পরিষদের চেয়ারম্যান ও সদস্য জেলা পরিষদ নির্বাচনের ভোটার হবেন। তাদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন। তাই কে হচ্ছেন হবিগঞ্জের আগামী দিনের জেলা পরিষদ প্রশাসক কে হচ্ছেন এই পরিষদের কর্ণধার তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। এদিকে, জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না থাকায় হবিগঞ্জে ডজন খানেক প্রার্থীর নাম শুণা যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর