,

নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৬ বছরের কিশোর

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার উপজেলার আউশকান্দি এলাকার মাহমুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত বাল্য বিয়ে বন্ধ করে দেন। জানা যায়, উপজেলার মংলাপুর গ্রামের শাহ জাহান মিয়ার ১৬ বছর বয়সী মেয়ের সাথে মৌলভীবাজার এলাকার জনৈক এক বরের বিয়ের আয়োজন করা হয়। গতকাল রবিবার দুপুরে আউশকান্দি মাহবুবা কমিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হবার কথা ছিলো। ধুমধামে চলছিল বিয়ের প্রস্তুতি। রান্নাও সম্পন্ন হয়েছে। বরপ অর্ধশত লোক সাথে নিয়ে কনে নিয়ে যাওয়ার জন্য কমিউনিটি সেন্টারে হাজির হন। এমন সময় উক্ত বাল্য বিয়ের খবর পান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। তিনি তাৎক্ষনিকভাবে ওই ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুনসহ ইউপি সদস্যের সাথে যোগাযোগ করে তাদের সহযোগীতায় বাল্য বিয়েটি বন্ধ করে দেন। বাল্য বিয়ের পিড়িঁতে বসা কিশোরী কনের জন্ম নিবন্ধন পর্যালোচনা করে দেখা গেছে তার জন্ম তারিখ-(১৫/১০/১৯৯৯ইং)। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের শাহ জাহান মিয়া তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রবিবার দুপুরে মাহবুবা কমিউনিটি সেন্টারে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পেয়ে তাৎক্ষনিকভাবে ওই বিয়ে বন্ধ করে দিয়েছি।


     এই বিভাগের আরো খবর