,

ভারত পাকিস্থানে ফের গুলাগুলি নিহত ১০ ভারতের ৬ সেনা ॥ পাকিস্থানের ৪ সাধারণ নাগরিক

সময় ডেস্ক : পাক-ভারত সীমান্ত রেখায় গোলাগুলি যেন থামছেই না। সোমবার দু’দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষে ভারতের ৬ সেনা আর পাকিস্থানের ৪ সাধারণ নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। খবর এক্সপ্রেস নিউজ উর্দু।
পাক মিডিয়া সূত্র জানায়, পাকিস্থানের কুটলি ও কেরিলা সীমান্তে প্রথমে ভারতীয় সেনারা হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ও গোলাবারোদ ছুড়তে থাকে। এতে পাকিস্থানের (২য় পৃষ্ঠায় দেখুন) ৪ জন বে-সামরিক লোক নিহত হয়। জবাবে পাক সেনারা পাল্টা হামলা চালালে ভারতের ৬ সেনা নিহত হয়।
তবে ডন উর্দু সূত্রে পাক সহকারী কমিশনার জিসান নিসার জানান, সোমবার সকাল ৮টায় ভারতীয় সেনারা আজাদ কাশ্মীরের নাকিলা সেক্টরে হামলা চালায়। এসময় পাশ্ববর্তী গ্রামের আলতাফ হুসাইন (৪০) ও নাদিয়া (৩০) নামে দুই বে-সামরিক নাগরিক নিহত হন। আহত হন আরও আটজন। এর আগে গত শনিবার আজাদ কাশ্মীরের কেরি সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্থানের দুই মেয়ে শিশুসহ চারজন নিহত হয়। আহত হয় আরও চারজন।


     এই বিভাগের আরো খবর