,

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাতকার

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ১৫টি সাধারণ আসন এবং ৫টি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা তাদের দলীয় মনোনয়নের আবেদন ফরম জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান এমপি। এ সময় সংশ্লিষ্ট উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, ২০টি আসনের জন্য ৫৯ জন প্রার্থী সাক্ষাতকার প্রদান করেন। এছাড়াও ৫টি নারী আসনের বিপরীতে ১৫ জন মহিলা নেত্রী সাক্ষাতকারে অংশ নেন। গতকাল সকাল ৯টা থেকে দলীয় কার্যালয়ে দলীয় প্রার্থীতার মনোনয়নপত্র জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খানের নিকট থেকে সংগ্রহ করেন নেতৃবৃন্দ। এ সময় প্রত্যেক প্রার্থীর সমর্থক নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেতন হন। সকাল ১১টা থেকে টানা সন্ধ্যা পযর্š— প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম, অতীত অভিজ্ঞতা এবং দক্ষতা মূল্যায়ন করে নির্বাচন বোর্ড ২০ জন প্রার্থী বাছাই করেন। এনিয়ে টাউন হল রোডস্থ আওয়ামী লীগ কার্যালয় ও আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ১ম বারের মতো সরাসরি জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উৎসুক নেতাকর্মীরা জেলা সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আশির্বাদ পেতে প্রচেষ্টা চালান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাছাইকৃত প্রার্থীদের তালিকা জানা যায়নি। জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি বলেন, কেন্দ্রের নির্দেশে দলীয় সদস্য প্রার্থী চূড়ান্ত করার জন্য সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে। প্রার্থীদের যোগ্যতা ও দলের ত্যাগ ইত্যাদি মূল্যায়ন করে নির্বাচনের চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, দলীয় সূত্রে জানাযায়, সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম জমা ও সাক্ষাতকার দেন মহিলা আওয়ামীলীগ নেত্রী লন্ডন প্রবাসী যুব মহিলা লীগের ল্যাস্টার শাখার সভাপতি তরুনা বাহার হোসাইন কলি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী দিলারা হোসেন। সাধারণ সদস্য পদে ১নং বড়ভাকৈর পশ্চিম ইউপি, ২নং বড়ভাকৈর পূর্ব, ৩নং ইনাতগঞ্জ, ৪নং দীঘলবাক ও ৫নং আউশকান্দি ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ব্লকে মনোনয়ন ফরম জমা ও সাক্ষাতকার দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল, উপজেলা আওয়ামীলীগ নেতা ও দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও ১নং বড়ভাকৈর পশ্চিম ইউপি সাধারণ সম্পাদক গৌতম দাশ। ৬নং কুর্শি ইউপি, ৭নং করগাঁও, ৮নং নবীগঞ্জ সদর, ৯নং বাউসা ও নবীগঞ্জ পৌরসভা নিয়ে ৫নং ব্লকে উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, করগাঁও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন দাশ। ১০নং দেবপাড়া ইউপি, ১১নং গজনাইপুর, ১২নং কালিয়ারভাঙ্গা, ১৩নং পানিউমদা ও বাহুল উপজেলার স্নানঘাট ইউনিয়ন নিয়ে গঠিত ৬নং ব্লকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা ও সাক্ষাতকার দেন জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এড. সুলতান মাহমুদ। ওই পদে আর কোন প্রার্থী না থাকায় প্রাথমিকভাবে তার নাম চুড়ান্ত হয়।


     এই বিভাগের আরো খবর