,

জামিনে মুক্ত হলেন মাহমুদুর রহমান

সময় ডেস্ক ॥ গাজীপুর কাশিমপুর কারাগার-২ থেকে গতকাল বুধবার মুক্তি পেয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি । মুক্তি পাওয়ার পর আমার দেশের সাবেক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহমুদুর রহমানকে ঘিরে ধরেন। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সূত্রে আরোও জানান যায়, সাড়ে তিন বছর কারাভোগের পর মুক্তি পাওয়ার পর মাহমুদুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে সেখান থেকে সরাসরি তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক পর্যবেক্ষণ করে চিকিৎসকরা মাহমুদুর রহমানকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।


     এই বিভাগের আরো খবর