,

বিশ্বের সবচেয়ে দামি মটরসাইকেল!

সময় ডেস্ক ॥ একবার ভেবে দেখুন! যেখানে আমরা লাখ টাকা দিয়ে মটরসাইকেল কিনতে গিয়ে ধর কষাকষি করি ৯০ হাজারের ঘরে হয় কিনা? সেখান ১-২ লাখ নয় একেবারে কোটির ঘরে মটরসাইকেল। সম্প্রতি এক নিলামে এ ব্রান্ডের একটি মোটরসেইকেল বিক্রি হয়েছে প্রায় পৌনে চার কোটি টাকায়। গণ নিলামে এর আগে এত দামে কোনো মোটরসাইকেল বিক্রি হয়নি। আর এরই মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের খেতাব অর্জন করলো ১৯২৯ সালে নির্মিত ব্রগ সুপিরিয়র কোম্পানিরে ৯৮৬ সিসির আলপাইন গ্র্যান্ড স্পোর্টস মোটরসাইকেল। ব্রগ সুপিরিয়র ব্রান্ডের মোটরেৈসকেলে রয়েছে বিশেষভাবে নির্মিত আর এর প্রতিটি মোটরসাইকেলে থাকে আভিজাত্যের ছোঁয়া। গত ২১ বছরে কোম্পানিটি ১৯টি মডেলের মাত্র ৩০৪৮টি মোটরসাইকেল তৈরি করেছে। এ কারণেই মোটরসাইকেলগুলো সহজলভ্য নয়। আর তা সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। সম্প্রতি বাজারে ছাড়ছে মটরসাইকেলটি।


     এই বিভাগের আরো খবর