,

মাধবপুরের বাঘাসুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ সংঘর্ষ হয়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ২০ দিন আগে বাঘাসুরা গ্রামের হাছন আলীর পুত্র নাছির উদ্দিন ও একই এলাকার ছফিল মিয়ার পুত্র কাজল মিয়ার মধ্যে ফুটবল খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। কাজল মিয়া ক্ষিপ্ত হয়ে খেলার ফুটবলটি কেটে ফেলে। এ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়। এ বিষয়টি শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসার উদ্যোগ নেন স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার বিচারের দিন তারিখ নির্ধারিত থাকলেও দুইপক্ষ কেউ উপস্থিত না হওয়ায় সালিশ অনুষ্ঠিত হয়নি। এর জের ধরে গতকাল উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে ছফিল মিয়া (৬০), সজল (২৬), সামছু (৩০), শুকুর আলী (৩৫), দুলাল (৩৫), কাজল মিয়া (৩৫), গিয়াস উদ্দিন (৪৫), জুয়েল মিয়া (১৬), জাহির মিয়া (৫০), নাসির উদ্দিন (৬০), ফরহাদ (২০), সাহাবুদ্দিন (৪০) ও হাসিনা (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


     এই বিভাগের আরো খবর