,

মার্কুলীতে ব্র্যাক আইডিপি কর্তৃক খাসজমি ও জলমহাল সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্র্যাক আইডিপি মার্কুলী অফিসের আয়োজনে খাসজমি ও জলমহাল সংক্রান্ত ইউনিয়ন পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত। গত ২২ নভেম্বর মঙ্গলবার ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ব্র্যাক আইডিপি মার্কুলী অফিসের আয়োজনে খাসজমি ও জলমহাল সংক্রান্ত ইউনিয়ন পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। খাসজমি ও জলমহাল বন্দোবস্ত নেয়ার প্রক্রিয়া ও প্রবেশাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট বানিয়াচং আইডিপি, কৃষিবিদ মোঃ হেলাল উদ্দিন, সভাপতিত্ত্ব করেন ৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান মলাই সাহেব। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মোশরাফুল ইসলাম। উক্ত কর্মশালায় এলাকার ইমাম, কাজি, পুরোহিত, শিক্ষক, কৃষক, ভূমিহীন কৃষক, জেলে, আইন সেবিকা, কৃষি পরার্শক দল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ানম্যান মোঃ লুৎফর রহমান তার বক্তব্যে বলেন“ খাসজমি ও জলমহাল বন্দোবস্ত পাওয়ার লক্ষ্যে সঠিক প্রক্রিয়া জনসাধারনকে জানানোর জন্য এরকম কর্মশালার প্রয়োজন”। তাই তিনি ব্র্যাককে ধন্যবাদ জানান। পরিচালনায় সার্বিক সহায়তায় ছিলেন মোঃ সফিউল আলম, পিও আইডিপি।


     এই বিভাগের আরো খবর