,

সুরঞ্জিতের সভায় বিস্ফোরণ মামলায় আরিফ ও গউছের জামিন না মঞ্জুর

সংবাদদাতা ॥ সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বিস্ফোরণ মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্ত) জিকে গউছের জামিন না-মঞ্জুর করেছে আদালত। গতকার রবিবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (দিরাই জোন) এ তাদের হাজির করলে আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ নালেহ তাদের জামিন না-মঞ্জুর করেন। একই সঙ্গে তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেন আদালত। আদালতে আরিফ ও গউছের পক্ষে ছিলেন এড. ফজলুল হক আছপিয়া, এড. শহীদুজ্জামান চৌধুরী, এড. মল্লিক মঈন উদ্দিন সোহেলসহ অর্ধশতাধিক আইনজীবী। গত ২০ জুলাই সিআইডির তদন্তকারী কর্মকর্তা এএসপি বসু দত্ত চাকমা একই আদালতে আরিফুল হক ও জি কে গউছকে দিরাইয়ে সুরঞ্জিত সেনের সমাবেশে বিস্ফোরণ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। সুনামগঞ্জ কোর্ট পুলিশ সূত্র জানায়, সিআইডি’র আবেদনের প্রেক্ষিতে গতকাল আরিফুল হক ও জি কে গউছকে আদালতে হাজির করা হয়। আবেদনে বসু দত্ত চাকমা উল্লেখ করেন, ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বিস্ফোরণের ঘটনায় প্রকম্পিত হয়ে উঠেছিল হাওরের এ জনপদ। সে সময় অল্পের জন্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রাণে বেঁচে গেলেও নিহত হন যুবলীগ কর্মী ওয়াহিদ মিয়া। আহত হন অর্ধশত নেতাকর্মী। বিস্ফোরণের ঘটনায় আরিফুল হক ও জিকে গউছ জড়িত ছিলেন উল্লেখ করে তাদেরকে ওই মামলায় (নম্বর ৪৭/২০০৪) গ্রেফতার দেখানোর জন্য আদালতের আবেদন করা হয়। ডেপুিিট প্রজেক্ট ডাইরেকটার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, মোঃ সাইফুল আলম চৌধুরী।


     এই বিভাগের আরো খবর