,

মুড়ারবন্দ মাজার ও কলেজ রোডসহ ৩০ স্পটে রমরমা মাদক ব্যবসা : প্রশাসন নির্বিকার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় বেড়েই চলছে মাদক ব্যবসা। স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় তারা আইনশৃংখলা বাহিনীর ধরাছোয়ার বাইরে থাকছে। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এক্ষেত্রে আইনশৃংখলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে মাসেহারা নেয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবক-যুবতী, তরুণ, শিশুরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। ফলে নেশার টাকা যোগাড় করতে চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতারণা করে অর্থ যোগাড় করছে মাদকেসেবীরা। অনুসন্ধানে চুনারুঘাট উপজেলা সদরের কলেজ রোড ও মুড়ারবন্দ মাজারের পাশসহ প্রায় ৩০টি স্পটে অর্ধশতাধিক নারী ও পুরুষ মাদকদ্রব্য বিক্রি করছে বলে তথ্য পাওয়া গেছে। এসব এলাকায় সকালে ও রাতে জমজমাট মাদক বিক্রি ও সেবন চলে। সন্ধ্যার পর গ্রামের অন্ধকার সড়কে জমে ১৫ বছর বয়সী কিশোর থেকে ৩৫/৪০ বছরের নেশাখোরদের ভিড়। কিছু কিছু রাজনৈতিক নেতাকর্মীদের ম্যানেজ করে চলছে এ অবৈধ ব্যবসা। উপজেলা সদর ও ইউনিয়ন পর্যায়ে এ ব্যবসার সঙ্গে রাজনৈতিক নেতাও জড়িত রয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অসহায়ত্তের নানা চিত্র। এর মধ্যে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ প্রধান কারন বলে তারা উল্লেখ করেন। অন্যদিকে মাদক ব্যবসায়ীরা হাজতবাস করে বেরিয়ে আসার পর আবার শুরু করে মাদক ব্যবসা। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ধনাঢ্য পরিবারে মাদকসেবী সন্তানদের মানিব্যাগেই এখন ইয়াবা ট্যাবলেট, পোড়ানোর জন্য ফয়েল পেপার-গ্যাসলাইট থাকে। আর চুনারুঘাটে এখন সহজলভ্য হয়ে উঠছে ইয়াবার ব্যবসা। মোবাইল ফোনের নির্দেশনার মাধ্যেমে নিদিষ্ট জায়গায় খুচরা বিক্রিতারা ইয়াবা ট্যাবলেট পৌঁছে দিচ্ছে।


     এই বিভাগের আরো খবর