,

মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে নবীগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

ছনি চৌধুরী ॥ মিয়ানমারে রোহিঙ্গা, মুসলমান নিধন প্রকাশ্যে মানবতা লংঘন বিশ্ব বিবেক এগিয়ে এসো এই শ্লোগানকে সামনে রেখে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার দুপুরে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নবীগঞ্জ উপজেলার সভাপতি অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এম আর কে কাপ্তান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ডাঃ আজিজুর রহমান, মাহমুদুর রহমান চৌধুরী, আনসার উদ্দীন, মাওঃ সুয়েব আহমদ চৌধুরী, আব্দুর নূর, সাইফা রহমান কাকুলী, (অবঃ সার্জন) মিরাজ আলী, মাওঃ আব্দুল মুহিত, মহিলা আওয়ামীলীগ উপজেলা শাখার সভাপতি দিলারা হোসেন, আল-ইসলাহ কেন্দ্রীয় নেতা কাজী মাওঃ হাসান আলী, খেলাফত মজলিশ জেলা নেতা কাজী হারুনূর রশিদ চৌধুরী, কমান্ডার এম এ খালেক, মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলার সহ-সভাপতি আমিনুল ইসলাম শামীম, নবীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের আহবায়ক আব্দুর রকীব হক্কানী, তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় নেতা আবুল মুহিত রাসেল, মাষ্টার আব্দুল মজিদ, মানবাধিকার কর্মী আব্দুল মুকিত, সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী শামীম, আবু তালেব, মুহিবুর রহমান চৌধুরী তছনু, ফারহান আরিফ, আব্দুল আলী, মাওঃ আব্দুল কাদের হোসাইনী, আল আমিন, নূরুজ্জামান ফারুকী, মাওঃ আব্দুল কায়ূউম, এম নূরুদ্দীন নূমান, কাজী ফাবাসসির, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া প্রমুখ। বক্তব্যকালে বক্তারা মিয়ানমারে মুসলাম হত্যার তিব্র নিন্দা জানান এবং বাংলাদেশ সরকারকে রহিঙ্গাদের পাশে ধারানোর জন্য অনুরোধ করেন সাথে সাথে হবিগঞ্জে ৩টি মসজিদে আগুন দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানান যারা এই কাজ করেছে তারা কুলাঙ্গার বলে বক্ত্যারা আখ্যায়িত করেন।


     এই বিভাগের আরো খবর