,

হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সোমবার ’হবিগঞ্জ উন্নয়ন সংস্থা সদর উপজেলা শাখার আওতাধীন দরিদ্র ও প্রান্তিক ৩০০ জন উপকারভোগী সদস্যদের মাঝে স্বল্প সুদে (২%) হারে ৬০ লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করেছেন জেলা প্রশাসক সাবিনা আলম। উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি দরিদ্র কৃষকদের টাকা যথাযথ প্রকল্পে ব্যবহার করার এবং আয়বর্ধনমূলক কর্মকান্ডে মহিলাদের অংশগ্রহন বাড়িয়ে অর্থনৈতিকভাবে সাবলম্বি হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থা একটি অন্যরকম সেবাধর্মী প্রতিষ্ঠান। সমাজের সকল সেবা ও উন্নয়নমূলক কাজে প্রতিষ্ঠানটির অংশগ্রহন প্রশংসার দাবীদার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। বিশেষ অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম বলেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা জেলায় নানা ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। যাহা দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি বলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থা একটি দক্ষ ও স্বচ্ছ প্রতিষ্ঠান। জেলা প্রসাশন ও সুশীল সমাজ সহ সর্বমহলে প্রতিষ্ঠানটির যেমন সুনাম রয়েছে তেমনি রয়েছে সুসম্পর্ক। একটি বিশ^স্থ ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে জেলা প্রশাসন প্রায়ই প্রতিষ্ঠানটিকে সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রমে সহযোগীতা প্রদানের দায়িত্ব প্রদান করে থাকে। ঋণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এড. আলহাজ¦ এম,এ মতিন খান, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. সালেহ উদ্দিন আহমেদ এবং হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। সংস্থার সন্বয়কারী মো: আরেফ আলী মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংস্থার সিনিয়র ফিল্ড মনিটর মোহাম্মদ শামীম মহসিন, সহসমন্বয়কারী ওমর ফারুক, প্রধান হিসাব রক্ষক দিলোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক সুজন কুমার দাশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য যে বাংলাদেশ সরকারের পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) হবিগঞ্জ উন্নয়ন সংস্থাকে প্রতি কৃষি মৌসুমে এধরনের প্রকল্পে অর্থায়ন করে থাকে।


     এই বিভাগের আরো খবর