,

উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল ॥ চেয়ারম্যান পদে ৪ ॥ সদস্য পদে ৯১ সংরক্ষিত মহিলা আসনে ১৯ জন প্রার্থী ॥ ৩ ও ৪ ডিসেম্বর বাচাই : প্রত্যাহারের শেষে তারিখ ১১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা আলমের কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। শেষে দিনে বিকেলে ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৯১ জন ও মহিলা সংরক্ষিত সদস্য পদে ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়াও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন কৃষক শ্রমিক জনতালীগ পার্টির এডভোকেট মনমোহন দেব নাথ, মোঃ হাফিজুর রহমান ও এডভোকেট মুশাহিদ আলী। আগামী ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই বাচাই করা হবে। ১১ ডিসেম্বর হল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ। এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সাবিনা আলম জানান, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। মনোনয়ন পত্র দাখিলের সময় সকল প্রার্থীদের আচরনবিধি মেনে চলার জন্যও তিনি আহ্বান জানান। এদিকে, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে প্রতিদ্ধন্দিতা করবেন ৫ জন প্রার্থী, ২নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ১০ জন প্রার্থী, ৩নং ওয়ার্ড প্রতিদ্ধন্তিতা করবেন ৭ জন প্রার্থী, ৪নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ৪ জন প্রার্থী, ৫নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা কবরেন ৫ জন প্রার্থী, ৬নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ৪ জন প্রার্থী, ৭নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ৪ জন প্রার্থী, ৮নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ৬ জন প্রার্থী, ৯নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ৬ জন প্রার্থী, ১০নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন মাত্র ২ জন প্রার্থী, ১১নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ৬ জন প্রার্থী, ১২নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ৪ জন প্রার্থী, ১৩নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ৭ জন প্রার্থী, ১৪নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন ১০ জন ও ১৫নং ওয়ার্ড থেকে ৭ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়াও সংরক্ষিত নারী আসনে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৩ জন ও ৫নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রাতে জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা গেছে।


     এই বিভাগের আরো খবর