,

বাহুবলে অবশেষে পরীক্ষা দেয়ার সুযোগ পেলো ধর্ষিতা : প্রধান শিক্ষককে শোকজ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবশেষে ৭ম শ্রেণীতে পড়–য়া ধর্ষিতা ছাত্রীকে পরীক্ষায় বসতে দিল স্কুল কর্তৃপক্ষ। ধর্ষিতা হওয়ায় তাকে স্কুল থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়। যে কারণে গত ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় ওই ধর্ষিতা ছাত্রীকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। এ বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। গতকাল রোববার সকাল পৌণে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ওই ছাত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যান এবং তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা এমপি এডভোকেট কেয়া চৌধুরী বলেন, আমি ঘটনাটি জানার পরপরই বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সহ স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেবার নির্দেশ দিয়েছি। তিনি বলেন, আমি রোববার দপুরে মোবাইল ফোনে ধর্ষিতার সাথে কথা বলেছি, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় সে খুবই আনন্দিত হয়েছে বলে আমাকে জানিয়েছে। এদিকে গতকাল রোববার বিকেলে শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব আলীকে শোকজ করেছেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। আগামী সাতদিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর