,

ডাক্তার আসার আগেই রোগীর মৃত্যুহবিগঞ্জ হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে ফের গাফিলতির অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকদের গাফিলতিতে আবারো জাফর চাঁন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার উজান শৈলজুড়া গ্রামের বাসিন্দা মৃত ফিরোজ মিয়ার স্ত্রী। এ নিয়ে ওই মহিলার স্বজনদের সাথে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও স্টাফদের বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। মৃত রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজন মুহুর্তে চিকিৎসককে তারা পাননি। তাদের রোগী মারা যাওয়ার পর সংশ্লিষ্ট ডাক্তার জরুরি বিভাগে আসেন। মৃত জাফর চাঁনের স্বজনদের অভিযোগ ঃ গতকাল বুধবার সকালে শ্বাসজনিত রোগে আক্রান্ত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল ৮টার দিকে জরুরি বিভাগে নিয়ে এসে ভর্তি রেজিষ্ট্রারে নাম লেখান। আধ ঘন্টা অপেক্ষার পরও কোন চিকিৎসকের দেখা না পাওয়ায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে পড়লে হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে দায়িত্বরত চিকিৎসক ডাঃ হাসান জরুরি বিভাগে ছুটে আসেন এবং জাফর চাঁনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা নিয়ে রোগীর স্বজনদের সাথে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সাথে বাকবিতন্ডাসহ অপ্রীতিকর ঘটনা ঘটে। উল্লেখ্য, হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলা কিংবা গাফিলতিতে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। এ নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের সাথে রোগীর স্বজনরা প্রায়ই বাকবিতন্ডায় লিপ্ত হন। সম্প্রতি আলহাজ্ব এড. মোঃ আবু জাহির এমপি আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে গেলে এমন চিত্র দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকে ভৎসনা করেন। এমপি আবু জাহির তাৎক্ষনিক সকল চিকিৎসক ও কর্মচারিদের নিয়ে জরুরি সভা আহ্বান করেন এবং সভায় সংশ্লিষ্ট চিকিৎসককে তাদের নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন। কিন্তু এমপি আবু জাহিরের এ নির্দেশনা উপেক্ষা করে হাসপাতালের কতিপয় চিকিৎসক তাদের দায়িত্ব পালণে অবহেলা করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন হাসপাতালে আসা ভুক্তভোগীরা।


     এই বিভাগের আরো খবর