,

মাধবপুরে ইয়াবাসহ খোকন ও তার সহযোগিকে গ্রেফতার করছে পুলিশ

মাধবপুর প্রতিনিধি ॥ মরন নেশা ইয়াবায় সয়লাব হয়ে যাচ্ছে মাধবপুর উপজেলা। কৌশল পাল্টে মাদকসেবীদের কাছে সরবরাহ করা হচ্ছে এগুলো। ইয়াবা বিক্রিতে ব্যবহার করা হচ্ছে শিশুদের। মাথায় টুপি পড়িয়ে এর ভেতর ইয়াবা দিয়ে ক্রেতার কাছে পাঠাচ্ছে ইয়াবা ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার ডিবি পুলিশ ইয়াবা ব্যবসায়ীদের ধরতে মাধবপুরে অভিযান চালিয়েছে। এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার মাদক বিক্রির মুলহোতা আলী আকবরকে গ্রেফতার করা হয়। পরে আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ২০৫টি ইয়াবা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় আলী আকবরের বাড়িতে অভিযান চালায়। ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সে পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এর আগে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কয়েকদফা আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। তবে সব সময়ই আকবর কৌশলে পালিয়ে যেত বলে জানা ডিবির ওসি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক বিক্রেতা জানায়, আকবর ছাড়াও বর্তমানে দাপটের সাথে মাদক ব্যবসা করে আসছে নোয়াপাড়ার হাবিব। সে অসুস্থতার ভান করে তার পুত্র খোকনকে দিয়ে মাদক ব্যবসা করাচ্ছে। সম্প্রতি ডিবি পুলিশ হাবিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় হাবিবকে গ্রেফতার করতে না পারলেও তার পুত্র খোকন ও তার এক সহযোগিকে গ্রেফতার করা হয়। কিছুদিন খোকন কারাগারে থাকার পর সে আবারো মাদক ব্যবসা শুরু করেছে। তবে এখন আর পুরোনো স্থানে সে মাদক বিক্রি করছে না।


     এই বিভাগের আরো খবর