,

শিক্ষার মান উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মাওলানা আশরাফ আলী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার মান উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাই প্রবাসীদেরকে আমরা মূল্যায়ন করতে হবে। নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া হাজী মনির আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিমানা প্রাচীর এর বৃত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজী মনির আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি সুরত আলীর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা বেগম চৌধুরীর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১০নং দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.খ.ম ফখরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার সৈয়দুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উক্ত বিদ্যালয়ের দাতা হাজী মনির আহমদ এর উত্তাধীকারী যুক্তরাজ্য প্রবাসী ও সীমাপ্রাচীর দাতা মনোহর আলী, মাওঃ আছাদ খান, আব্দুল মুকিদ, আব্দুল মজিদ, অবিভাবক কমিটির সদস্য রুকুদ মিয়া সহ আরো অনেকেই। আলোচনা সভার শেষে উক্ত বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজের উদ্ধোধন করা হয় ও মুনাজাত করা হয়।


     এই বিভাগের আরো খবর