,

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে ডাঃ মুশফিক চৌধুরী নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ আর কোনো প্রার্র্থী না থাকায় আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাবিনা আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, বর্তমানে জেলা পরিষদের দায়িত্বে আছেন একজন প্রশাসক। নতুন আইন অনুযায়ী ১জন চেয়ারম্যান, ১৫টি ওয়ার্ডে ১৫জন কাউন্সিলর এবং পাঁচটি সংরক্ষিত মহিলা আসনে ৫জন কাউন্সিলর নিয়ে ২১ সদস্য বিশিষ্ট জেলা পরিষদ গঠন করা হবে। এদিকে গতকাল সকাল থেকে জেলা প্রশাসক সাবিনা আলমের উপস্থিতিতে নির্বাচন কর্মকর্তারা যথারীতি জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর রোজ বুধবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন জেলা পরিসদ নির্বাচনকে ঘিরে জেলার প্রতিটি উপজেলার ইউপি চেয়ারম্যান সদস্য/সদস্যাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে গ্রামে-গঞ্জে হাট বাজারে স্বগরম আলোচনায় জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন। উল্লেখ্য হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদ্য সাবেক জেলা প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী বিনা প্রতিদন্দ্বীতায় বেসরকারীভাবে নির্বাচিত হন।


     এই বিভাগের আরো খবর