,

নবীগঞ্জের আরমান উল্লাহ ইসলামিক একাডেমীতে মহান বিজয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের অভয়নগরস্থ আরমান উল্লাহ ইসলামিক একাডেমী এন্ড হাইস্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমীর রেক্টর মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান, নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন শিক্ষক হাফিজুর রহমান, আব্দুল আহাদ, রুবেল আহমদ, সুরাইয়া আক্তার সুমি, ফয়সাল আমীন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে রাসুল সা: এর হাদীস উদ্ধৃত করে বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। মাতৃভুমিকে যে ভালবাসেনা সে প্রকৃত মুমিন হতে পারে না। মাতৃভুমির স্বাধীনতা-সার্বভৌমত্ব কোন স্বৈরশাসক বা অন্য কোন বিদেশী মূড়ল কর্তৃক ভুলন্ঠিত হলে বা হওয়ার উপক্রম হলে সেই দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব হলো প্রয়োজনে নিজেদের জীবন বাজি রেখে দেশকে রক্ষা করা। এই নৈতিক দায়িত্ববোধ থেকেই দলমত নির্বিশেষে বাংলার দামাল ছেলে ও মেয়েরা নিজেদের জান-মাল-ইজ্জতের বিনিময়ে পাকিস্তানী স্বৈরশাসকদের অর্থনৈতিক শোষন, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামী, মৌলিক মানবাধিকার লংঘনের বিরোদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছেন। কিন্তু পরিতাপের বিষয় হলো স্বাধীনতার পয়তাল্লিশ বছর পরেও এদেশের নিরীহ জনতা অর্থনৈতিক শোষন ও রাজনৈতিক নিপীড়ন, বৈষয়িক ব না থেকে মুক্তি লাভ করতে পারেনি। দেশের সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে। প্রতিবেশী দেশের সীমান্তে পাখির মত গুলি করে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে। তাদের নির্দেশনায় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি , সংস্কৃতি ও পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। এ যেন এক বাঘের আক্রমন থেকে বাঁচতে গিয়ে আমরা আরেক সিংহের থাবার মুখে পড়ে গেছি। দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে হলে নতুন প্রজন্মকে দেশপ্রেমে বলিয়ান হয়ে সৎ-চরিত্রবান হিসেবে নিজেদের গড়ে তুলে এদেশকে দুর্নীতি, শোষন ও জুলুম-নির্যাতনের অক্টোপাস থেকে মুক্ত করে আধুনিক সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে নেতৃত্ব দিতে হবে। অত:পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।


     এই বিভাগের আরো খবর