,

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ জরিমানা আদায়

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বিলাসবহুল হোটেলগুলোতে পচাঁবাসি ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগ উঠেছে। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সম্প্রতি জরিমানা করলেও ফের তার পচাঁবাসি ও নোংরা পরিবেশে খাবার বিক্রি করে। বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে এলে গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকের নেতৃত্বে শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় পুরাতন পৌরসভা সড়ক এলাকার পানসি হোটেলকে পচাঁবাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার এএসআই হরিধন দত্তসহ একদল পুলিশ। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান অভিযান প্রতিদিন চলবে।


     এই বিভাগের আরো খবর