,

চুনারুঘাটে ফেন্সিডিলসহ চালক আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে দুই বোতল ফেন্সিডিলসহ এক সিএনজি অটোরিক্সা চালককে আটক করেছে বাল্লা সীমন্ত ফাঁড়ির বিজিবি। সোমবার বিকাল ২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজার নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত সিএনজি চালক উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সিএনজি চালক এংরাজ মিয়া (৩৬)। জানা যায়, সোমবার বিকাল ২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজার নামক স্থান থেকে বিজিবি সদস্যরা সিএনচি চালক এংরাজ মিয়ার সিএনজি গাড়ি থেকে ২ বোতল ফেনসিডিল সিএনজিসহ আটক করে বাল্লা বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে বিজিবি সদস্যরা এংরাজ মিয়াকে ২ বোতল ফেনসিডিল মাদক সহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মানিক মিয়ার পুত্র শরীফ মিয়া (১৮) কে একই সাথে গ্রেফতার করে বিজিবি। কিন্তু শরীফ মিয়াকে বাল্লা ক্যাম্পের বিজিবি সদস্যরা গ্রেফতার করার পর স্থানীয় কিছু প্রভাবশালী নেতাদের দাপটে তাকে ছেড়ে দেয় বিজিবি সদস্যরা। এ ব্যাপারে চুনারুঘাট থানায় সিএনজি চালক এংরাজ মিয়া জানান, শরীফ মিয়া তাকে ফোন দিয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ যাত্রী নেওয়ার কথা বলে ওই এলাকার দরগারবিল থেকে দুইজন যাত্রী তুলে রওয়ানা দেয়। এরপরই বিজিবি সদস্যরা সিএনজি গাড়িটি আটক করলে বাল্লা বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর