,

হবিগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকার এইচএল শিল্পালয় থেকে সঞ্জয় বণিক (৩০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত হরলাল বণিকের পুত্র। গতকাল বুধবার দুপুরে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সঞ্জয় দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়েলারী ব্যবসা করে আসছে। গত মঙ্গলবার প্রতিদিনের মতো দোকানের কাজ শেষে ঘুমিয়ে পড়ে। সকাল ১১টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় তার ভাই সুজিত রায় বণিক তাকে ডাকতে আসে। দীর্ঘক্ষণ ডাকার পরও কোন সাড়া না পাওয়ায় দোকানের সাটার ভেঙ্গে ফ্যানের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় সুজিত বণিকের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সদর থানায় খবর দেয়। ওসির নির্দেশে এসআই মিজান ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। পুলিশ জানায়, সঞ্জয়ের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগে মামলা রয়েছে। সম্প্রতি সে দেশীয় মদপান করে থানার সামনে মাতলামি করলে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। সম্প্রতি সে জেল থেকে বেরিয়ে আসে। সঞ্জয়ের ভাই সুজিত জানান, ৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে সে বিয়ে করে। তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি জানান, সঞ্জয় প্রায়ই মাদকসেবন করে স্ত্রী ও সন্তানদের নির্যাতন করতো। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা তিনি জানেন না বলে জানান। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর