,

বানিয়াচঙ্গে জমি নিয়ে ফের সংঘর্ষ ॥ আহত শতাধিক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুরে জমি নিয়ে ফের সংঘর্ষ হয়েছে। প্রায় ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী ও শিশুসহ শতাধিক আহত হয়েছে। রবিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। গুরুতর আহত অবস্থায় প্রায় ৫০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে চান্দ আলী (৫০), আলমগীর (৫০) ও রহমান (৪৫) সহ বেশ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের এখলাছ মেম্বারের সাথে পরাজিত মেম্বার আজমান চৌধুরীর মাঝে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত শুক্রবার দুই পক্ষের মাঝে এ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ গত শনিবার বিকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহত অবস্থায় কদ্দুছ মিয়া (৪০), রনি (২০), লতিফ হোসেন (৫৫) ও আবু আহমেদ (২২) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে একই বিরোধের জের ধরে দুই পক্ষের লোক বাকবিতন্ডার ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শতাধিক লোক আহত হয়। আহত অবস্থায় মন্টু মিয়া (৩৫), মমিন (৫০), শহিদ (৪০), ফরিদ (৬০), ইউসুফ (৫০), ডালিম (২৫), কালাম (৩০), মোশাহিদ (২৫), সিদ্দিক (১৮), সেফুল (২০), সালাম (২০), কালাম (২৫), ফুল মিয়া (২৭), টিুট (২৮), রজব আলী (৫৫), হাবিব (২৬), আলাই (৪০), সিজিল (২৬), জাহিদ (২৭), কাদির (২০), শামীম (৪০), রউফ চান বিবি (৬০), মোস্তাক (২০),্ ইকবাল (৩০), নয়ন (১৮), আব্দুল জলিল (৫০), জুয়েল (২২), আলম (৩৫), জহুর আলী (২৮), মাহবুব (৪০), ফুরাদ (৪০), কালাম (২২) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৬ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


     এই বিভাগের আরো খবর