,

শিখন স্কুল নবীগঞ্জ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে- উপজেলা শিক্ষা অফিসার

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন বাংলাদেশের অর্থায়নে সেভ দ্যা চিল্ড্রেন এর কারিগরী সহায়তায় আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে নবীগঞ্জ ফিল্ড অফিসের আওতায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মৌলিক শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণের জন্য ৬০টি শিখন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ ফিল্ড অফিসের ৬০টি শিখন কেন্দ্রে বই বিতরণ এবং শিশুবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে দীঘলবাক শিখন কেন্দ্রে বই বিতরণ এবং শিশুবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, শেভরণ বাংলাদেশের নবীগঞ্জ উপজেলার টীম লিডার ইমাম হাসান ও সিনিয়র কো-অর্ডিনেটর আব্দুল লতিফ। এছাড়াও দীঘলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়, আরডিআরএস বাংলাদেশের শিখন প্রকল্পের টেকনিক্যাল অফিসার (সিএম) মোঃ মোশাররফ হোসেন ও শিক্ষক প্রশিক্ষক/সুপারভাইজার সুনীল কুমার অধিকারী, কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মনর মিয়া, প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও শিক্ষানুরাগী মোঃ ছায়েদ মিয়া, লার্ণিং ফ্যাসিলিটেটর (এলএফ) ছায়েদুজ্জামান ভুঞা ও মজিবুল ভূঞা এবং শিক্ষিকা সুমি আক্তার সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, শিখন স্কুলগুলোতে পাঠদান পদ্ধতি খুবই সুন্দর ও নবীগঞ্জ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করছে। ছোট্ট পরিসরে হলেও শিখন স্কুলগুলোতে শিশুবরণ অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লেগেছে। শিশুরা এতে লেখা পড়ায় উৎসাহিত হবে। এছাড়াও বক্তব্য রাখেন, ইমাম হাসান, আব্দুল লতিফ, লিটন চন্দ্র রায়, মোঃ মোশাররফ হোসেন, সুনীল কুমার অধিকারীসহ অনেকে।


     এই বিভাগের আরো খবর