,

আউশকান্দিতে বই উৎসবে ইউএনও তাজিনা সারোয়ার- বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন করেছে

স্টাফ রিপোর্টার ॥ গত রবিবার ১লা জানুয়ারী নতুন বছরকে স্বাগতম জানিয়ে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বই বিতরণ ২০১৭ উৎসব পালন করা হয়েছে। দুপুর ২ টার সময় স্কুল এন্ড কলেজ মাঠে উৎসবটি অনুষ্ঠিত হয়। গর্ভনিং বডির সভাপতি হাজী সুহুল আমিন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাদেক হোসেন খান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বর্ডির সদস্য নুরুল হোসেন খাঁন, সৈয়দ আনহার আলী, শাহ মুস্তাকিম আলী প্রিন্স, মোঃ আব্দুল হাকিম, মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুর রবিক, সাংবাদিক বুলবুল আহমদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। ছাত্র-ছাত্রী লেখাপড়ার প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন করেছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এখন নতুন বছরের শুরুতেই সারাদেশে একযোগে বিনা মূল্যে বই বিতরণ করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সময়টাই হচ্ছে জ্ঞান অর্জন করার সময়। তাই লেখাপড়ার প্রতি মনযোগী হতে হবে। তাহলেই কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব হবে।


     এই বিভাগের আরো খবর