,

নবীগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন : দর্শকদের উপচে পড়া ভীড়

জসিম তালুকদার ॥ “উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র, শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার উন্নয়ন মেলা ২০১৭ উপলক্ষ্যে নানান কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদের সামন থেকে বের হয়ে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১১নং গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউপি চেয়রম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার ইউসুফ চৌধুরী, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান হারুন, ডাঃ নগেন্দ্র কুমার নাথ, উপজেলা প্রকৌশলী মোঃ সৈয়দুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী, প্যানেল মেয়র-১, এটি এম. সালাম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের (একাংশের) সভাপতি মুরাদ আহমদ, একাংশের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ্ গুল আহমদ কাজল, যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খাঁন, গোলাম রসূল চৌধুরী রাহেল, যুবলীগ নেতা পিকলু চৌধুরী, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, সাংবাদিক জসিম তালুকদার, মতিউর রহমান মুন্না, শাওন আহমদ, ছনি চৌধুরী, পরশ চৌধুরী আশিক। র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উন্নয়ন মেলাকে ঘিরে বিভিন্ন স্টলগুলি পরিদর্শন করেন এমপি মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বিকাল ৩টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক গণ ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা ২০১৭ইং উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে নবীগঞ্জে উন্নয়ন মেলার শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী। নবীগঞ্জে এবারের উন্নয়ন মেলা অন্যান্য বছরের বিভিন্ন মেলাকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন নবীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, সাংবাদিক, সুশিলসমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। মেলায় শিক্ষক, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ বিপুল পরিমানের উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে। উক্ত মেলাতে ৪৬টি স্টল চিত্র প্রদর্শন করে এ গুলি হচ্ছে -উপজেলা পরিষদ, নবীগঞ্জ, নবীগঞ্জ পৌরসভা, ১নং বড় ভাকৈর (পূর্ব) ইউ/পি, ২নং বড় ভাকৈর (পশ্চিম) ইউ/পি, ৩নং ইনাতগঞ্জ ইউ/পি, ৪নং দীঘলবাক ইউ/পি, ৫নং আউশকান্দি ইউ/পি, ৬নং কুর্শি ইউ/পি, ৭নং করগাঁও ইউ/পি, ৮নং নবীগঞ্জ সদর ইউপি, ৯নং বাউসা ইউ/পি, ১০নং দেবপাড়া ইউ/পি, ১১নং গজনাইপুর, ইউ/পি, ১২নং কালিয়ারভাঙ্গা ইউ/পি, ১৩নং পানিউমদা ইউ/পি, সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা কৃষি সম্প্রসারন অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার অফিস, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা সমাজ সেবা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, ডিজিএম পল্লী বিদ্যুৎ অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা মহিলা বিষয়ক অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার, সড়ক ও জনপথ বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা নারী উন্নয়ন ফোরাম, ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স কোং, উপজেলা পরিবার পরিকল্পপনা অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা প্রাণী সম্পদ অফিস, জীবিকা প্রকল্প, বিবিয়ানা, নবীগঞ্জসহ ৪৬টি স্টল জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের তথ্য চিত্র ও ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন সেবা সমূহ প্রদান করা হয়। ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডিসপ্লে প্রদর্শন। মুক্তিযোদ্ধের ইতিহাস ভিত্তিক আলোক চিত্র প্রদর্শন। মাত্র ৩ দিনে নামজারী সম্পাদনা করা হবে। ফ্রি আয়কর রেজিষ্টেশন, প্রতিবন্ধি সাহায্যের আবেদন গ্রহন, মৎস্য চাষ বিষয়ে সহজে অবতিকরণ, পরিবার পরিকল্পনা সেবা ও কাউন্সেলিং, ভোটার রেজিষ্ট্রেশন সসন্ন করণ, খাদ্যশস্য খুচরা ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান, নারী নির্যাতন বিষয়ে অভিযোগ গ্রহণ ও নিষপত্তি, সমবায় সমিতি নিবন্ধনের আবেদন গ্রহন ও প্রদান, ভূমি উন্নয়ন কর গ্রহণ করা, ফ্রি ফেইসবুক আইডি খোলা, ভূমি সংক্রান্ত মিস কেইস এর আবেদন গ্রহন ও নিস্পত্তি করা, ভূমিহীনের আবেদন গ্রহন করা, ফ্রি ই-মেইল আইডি খোলা, সরকারি ওয়েব পোর্টাল সম্পর্কে তথ্য প্রদান, মৎস্যজীবীদের নিবন্ধন ও ছবি উঠানো, অন লাইনের মাধ্যমে সার সুপারিশ কার্ড প্রদান করা, ফ্রি মেডিকেল চেকআপ এবং চিকিৎসা প্রদান, বিনামূল্যে পশু চিকিৎসা প্রদান, বিদ্যুতের স্পট কানেকসান, আবেদন ও অভিযোগ গ্রহন, নারী উন্নয়ন ফোরাম কর্তৃক ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও গণশুনানী। ১ম দিনের মেলায় বিশেষ আর্কষন হিসেবে ছিল, নাটিকা/স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশের গান/আধুনিক গান/পিঠা উৎসব। কুইজ/নির্ধারিত বর্ক্তৃতা/কবিতা আবৃত্তি প্রতিযোগীতা। নির্ধারিত বিষয়ের উপর আলোচনা সভা ও র‌্যালী। উন্নয়ন মেলায় ২০১৭ইং ক্ষর‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে মেলার শেষ দিন সন্ধ্যা ৬টায়। এতে বিশেষ পুরুস্কার রঙ্গিন টেলিভিশনসহ ১৫টি আর্কর্ষনীয় পুরুস্কার রয়েছে। মেলায় ২য় ও ৩য় দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এতে করে সকল দর্শকবৃন্দের উপভোগ করার জন্য আহবান করছে উপজেলা প্রশাসন নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর