,

নবীগঞ্জে ঝাঁকজমকভাবে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

আলী হাছান লিটন/জসিম তালুকদার ॥ “উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা গতকাল বুধবার সমাপ্ত হয়েছে। উন্নয়ন মেলায় শেষ দিনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনাসারোয়ার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ ও শিক্ষা কর্মকর্তা সাদেক খান এবং শামছুল হক খেলার যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১১নং গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, ১০নং দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী, ৫নং আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সৈয়দুর রহমান, উপজেলা পানিসম্পদ কর্মকর্তা শামছুল আলম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী, প্যানেল মেয়র-১, এটি এম. সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের (একাংশের) সভাপতি তোফাজ্জুল হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ্ গুল আহমদ কাজল, যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খাঁন, রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের (একাংশের) সভাপতি মুরাদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের (একাংশের) সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া ও অপর অংশের সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ এবং (একাংশের) সাধারণ সম্পাদক এম.এ মুহিত, সাংবাদিক শাহ মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংবাদিক মোঃ আবু তালেব, বুলবুল আহমেদ, আব্দুর রকিব হক্কানী, ছনি চৌধুরী, সানিউর তালুকদার, নাবিল আহমেদ। প্রধান অতিথির বক্তৃতায় এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি দেশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার তার বক্তব্যে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা সফল ও স্বার্থক করে তুলায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। উন্নয়ন মেলার শেষদিনেও শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ বিপুল পরিমানের উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠিত উন্নয়ন মেলায় ৪৬টি স্টল জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের তথ্য চিত্র ও ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন সেবা সমূহ প্রদান করে। সন্ধ্যা ৬টায় উন্নয়ন মেলায় ২০১৭ইং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিশেষ পুরুস্কার রঙ্গিন টেলিভিশনসহ ১৫টি আর্কর্ষনীয় পুরুস্কার ছিল। মেলায় ৪৬টি স্টলের মধ্যে থেকে ৬টিকে নির্বাচিত করা হয়েছে (১) উপজেলা ভূমি অফিস, নবীগঞ্জ (২) নবীগঞ্জ পৌরসভা (৩) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ইউনিয়ন/ইউনিয়ন ডিজিটাল সেন্টার (১) আউশকান্দি ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার (২) দীঘলবাক ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার (৩) কুর্শি ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার। কুইজ প্রতিযোগীতায় কলেজ বিভাগে বিজয়ী যারা : ১ম স্থান সাদিকুর রহমান মামুন, পিতা- মোঃ আব্দুল বাছির, একাদশ শ্রেণী, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ। ২য় স্থান শফিক আহমেদ, পিতা- মোঃ সোনাফর মিয়া, ২য় বর্ষ, নবীগঞ্জ, ডিগ্রী কলেজ। ৩য় স্থান হোরায়রা হেজাবিন কানিজ, পিতা- মোঃ নাজিম উদ্দিন খছরু, দ্বাদশ শ্রেণী, নবীগঞ্জ ডিগ্রী কলেজ। কুইজ প্রতিযোগীতায় মাধ্যমিক বিভাগে বিজয়ী হয়েছেন যারা : ১ম স্থান রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী তাসলিমা আক্তার আলিফ, পিতা- মোঃ আক্তার মিয়া, সাং ভরগাঁও। ২য় স্থান অর্জন করে দিনারপুর উচ্চ বিদ্যালয় এর ১০ম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম, পিতা- শফিকুল আলম বজলু, ৩য় স্থান রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী তানজিমা আক্তার নাবিলা, পিতা- মোঃ আক্তার মিয়া, সাং ভরগাঁও। কুইজ প্রতিযোগীতায় প্রাথমিক শিক্ষা বিভাগে বিজয়ী হয়েছেন যারা : ১ম স্থান তাঞ্জুমা তারান্নুম হক চৌধুরী, পিতা- আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, গঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২য় স্থান সামিয়া মুকিত চৌধুরী, পিতা- আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা শিশু শিক্ষা একাডেমী নবীগঞ্জ। ৩য় স্থান তাহমিনা আক্তার তছলিমা চৌধুরী, পিতা- দুলু মিয়া চৌধুরী, গঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ নিয়ে কলেজ বিভাগে আলোচনা প্রতিযোগীতায় বিজয়ী যারা : ১ম স্থান মোশাহিদ আহমেদ, দিনারপুর কলেজ। ২য় স্থান হোরায়রা হেজাবিন কানিজ, পিতা- মোঃ নাজিম উদ্দিন খছরু, দ্বাদশ শ্রেণী, নবীগঞ্জ ডিগ্রী কলেজ। ৩য় স্থান অর্জন করেছে দুইজন, হীরা সরকার, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ ও সাদিকুর রহমান, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ। কলেজ পর্যায়ে বক্তৃতায় ঃ ১ম স্থান অর্জন করেছে, হোরায়রা হেজাবিন কানিজ, পিতা- মোঃ নাজিম উদ্দিন খছরু, দ্বাদশ শ্রেণী, নবীগঞ্জ ডিগ্রী কলেজ। ২য় স্থান অর্জন করেছে, রেদোয়ান আহমেদ, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ। ২য় স্থান অর্জন করেছে, মোঃ জালাল উদ্দিন, পিতা- আমির হোসেন, দিনারপুর কলেজ। মাধ্যমিক পর্যায়ে বক্তৃতায় ঃ ১ম স্থান অর্জন করেছে, শায়লা রহমান তৃষা, হোমল্যান্ড আইডিয়াল হাইস্কুল। ২য় স্থান অর্জন করেছে, নুসাইবা তাসলিম নিজুম, হিরা মিয়া গালস্ হাইস্কুল। ৩য় স্থান অর্জন করেছে দুইজন, তাসলিমা আক্তার আলিফ, পিতা- মোঃ আক্তার মিয়া, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ। আশ্রাফুল আলম (রুহান) দিনারপুর উচ্চ বিদ্যালয়। প্রাথমিক পর্যায়ে ১ম স্থান লিজা ফাবিহা জামান তৃষা, শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কুইজ প্রতিযোগীতার ফলাফল : ১ম স্থান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ। পুরুস্কার গ্রহন করেন ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোং লি:। ২য় স্থান একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় প্রকল্প নবীগঞ্জ। ২য় স্থান বৃষ্টি বৈদ্য, দিনারপুর কলেজ। ৩য় স্থান ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ। কবিতা আবৃতি প্রতিযোগীতায় কলেজ পর্যায়ে : ১ম স্থান হোরায়রা হেজাবিন কানিজ, পিতা- মোঃ নাজিম উদ্দিন খছরু, দ্বাদশ শ্রেণী, নবীগঞ্জ ডিগ্রী কলেজ। ২য় স্থান বিপ্লব রায়, নবীগঞ্জ ডিগ্রী কলেজ। কবিতা আবৃতি প্রতিযোগীতায় মাধ্যমিক পর্যায়ে : ১ম স্থান রেহনুমা তাবাসসুম হক চৌধুরী (লামিয়া) পিতা- আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ৯ম শ্রেণী হোমল্যান্ড আইডিয়াল হাইস্কুল। ২য় স্থান ফারজানা আক্তার হিমা ১০ম শ্রেণী দিনারপুর উচ্চ বিদ্যালয়। ৩য় স্থান রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী তাসলিমা আক্তার আলিফ, পিতা- মোঃ আক্তার মিয়া। কবিতা আবৃতি প্রতিযোগীতায় প্রাথমিক পর্যায়ে : ১ম স্থান তাঞ্জুমা তাবাসসুম হক চৌধুরী, পিতা- আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, গঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২য় স্থান ফাবিহা জামান তৃষা, শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৩য় স্থান সামিরা মুকিত চৌধুরী, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতি একাডেমি। উপজেলা ভূমি অফিস স্টল হতে ভূমি উন্নয়ন কর বাবদ সরকারী রাজস্ব ২ লক্ষ ১২ হাজার টাকা আদায় করায় উপজেলার সকল তহশিলদারবৃন্দকে পুরুষকৃত করা হয়েছে। এবং নবীগঞ্জ সদর ভূমি অফিস, ইনাতগঞ্জ ভূমি অফিস ও গোপলাবাজার ভূমি অফিসকে পুরস্কৃত করা হয়।


     এই বিভাগের আরো খবর