,

বাহুবলে যাত্রী ছাউনীর ভিতরে বাস \ ব্যাপক ক্ষয়ক্ষতি

বাহুবল প্রতিনিধি \ বাহুবলের নতুন বাজারে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়া বাসের ধাক্কায় যাত্রী ছাউনি, দোকান পাঠ ও বাসার দেয়ায় প্রাচীর ভাংচুর হলেও হতাহত থেকে রক্ষা পেয়েছে ব্যবসায়ী ও পথচারীরা। ওই সময় একটি বাসার বাউন্ডারী, চা স্টল ও যাত্রী ছাউনি’র ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল ৪টার দিকে বঙ্গরাজ পরিবহন নামে একটি বাস সিলেট থেকে বি-বাড়িয়ার উদ্যোশে রওয়ানা হয়। পথিমধ্যে বাহুবল উপজেলার নতুন বাজারে পৌছলে বেপরোয়া গতিতে চালিয়ে আসা বঙ্গরাজ পরিবহন (মৌলভীবাজার জ-১১-০০২৩)টি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রী ছাউনিতে উঠে যায়। এ সময় যাত্রী ছাউনি, চক্রামপুর গ্রামের দিদার আলীর চায়ের স্টল, একতা বিক্স ফিল্ডের মালিক সোহেল চৌধুরীর বাসার বান্ডারী ভাংচুর ও বাসটি দুমড়ে মুছড়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়। তবে বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দাবি করেছেন, দুর্ঘটনাস্থলে প্রতিনিয়তই স্কুল ছাত্র-ছাত্রী সহ ব্যবসায়ী ও পথচারীদের আনাগোনা ব্যাপক হারে থাকলেও প্রাণহানি থেকে রক্ষা হয়েছে।


     এই বিভাগের আরো খবর