,

হবিগঞ্জে বিদ্যুতের খুটিতে অগ্নিকান্ড অল্পের জন্য রক্ষা পেল এলাকাবাসী

হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান (বাইপাস) সড়কের অবৈধ কয়েল মিলের নিকট বিদ্যুতের খুটিতে অগ্নিকান্ডের ঘটেছে। এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি না হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের বেশ কয়েকটি দোকানপাট। অগ্নিকান্ডের খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন কয়েল মিলে খোলে এতে বিদ্যুতের খুটি থেকে চোরাই লাইন নিয়েছেন। মিলটি তিনি দিনরাত ২৪ ঘন্টা বিরামহীনভাবে মিলটি চালু রাখায় ওই সময় বিদ্যুতের খুটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীসহ সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুমোদন না থাকায় সম্প্রতি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই মিলটি সিলগালা করে দেন। এ সময় মিলের মালিক জয়নাল আবেদীন পালিয়ে যায়। সম্প্রতি তিনি আবারো ওই মিলটি খোলে চোরাইভাবে বিদ্যুতের লাইন সংযোগ দিয়ে মিলটি চালু করেছেন।


     এই বিভাগের আরো খবর