,

নবীগঞ্জে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান

সংবাদদাতা ॥ নবীগঞ্জে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বাউসা ইউনিয়নের অন্তর্গত চৌধুরী বাজারে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্ঠা মোঃ আবু সিদ্দিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দিছ চৌধুরী ও শাহিন আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্ঠা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্ঠা মোঃ গোলাম রব্বানী, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহ:) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সংগঠনের উপদেষ্ঠা মোঃ শফিকুর রহমান, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহ:) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সংগঠনের উপদেষ্ঠা মোঃ আব্দুল হাফিজ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ তরাশ উল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বখত চৌধুরী, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহ:) উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কুবাদুর রহমান, সহকারী শিক্ষক মাওঃ মুস্তাকিম বিল্লাহ আতিকী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ছুরুক মিয়া, প্রধান শিক্ষক ধীরেশ দাশ, আনোয়ারা বেগম, মোঃ বদিউজ্জামান কামাল, হাছিনা আক্তার, মধু ভট্টাচার্য্য, মোঃ আব্দুল মুকিত, বিশিষ্ট সমাজ সেবক কাউছার আহমেদ, ইউপি সদস্য মোঃ ফিরুজ মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন, শাহ তাজ উদ্দিন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ইছমত আহমেদ, অক্সফোর্ড ইনস্টিটিউট নবীগঞ্জের পরিচালক মোঃ আব্দুল হাই রাহি। লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য জুনেদ আহমেদ চৌধুরী ছামী। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর আজিম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মহসীন আহমেদ, সদস্য আবুল হাছান প্রমূখ। বাউসা ইউনিয়নের অন্তর্গত ১৬টি বিদ্যালয়ের ৭৮জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত পরীক্ষা থেকে ৭জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং ৭৮জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর