,

নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত : সাংবাদিকদের মতবিরোধ নিরসনের আহবান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। এসময় ২০১৭ইং সালের নবগঠিত প্রেস ক্লাবের ৩ ভাগে বিভক্ত ৩টি কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত হন। বৈঠক সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃংখলা কমিটির সভায় সদস্য হিসেবে অন্তর্ভুক্তি নিয়ে পৃথক পৃথক ভাবে নবীগঞ্জ প্রেস ক্লাবের একাংশের সভাপতি দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ অপর অংশের সম্পাদক আলমগীর মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দেন কয়েকদিন পূর্বে। এনিয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনার সূত্রপাত করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী। তিনি প্রেস ক্লাবের একাংশের সভাপতি এম এ আহমদ আজাদ কে অন্তর্ভুক্তির দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের একাংশের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সময়ের নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ। অপর অংশের সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, আরেক কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া। প্রেস ক্লাব প্রসঙ্গে বক্তব্য দেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমূখ। বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় অনৈক্য কারো কাম্য নয়। সমঝোতার ভিত্তিতে ঐক্য প্রক্রিয়ায় বিরোধ নিরসনে সাংবাদিক নেতবৃন্দের প্রতি আহবান জানানো হয়। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেন, সাংবাদিকদের ঐক্যের প্রতি সভায় সদস্যরা মতামত ব্যক্ত করেছেন। সাংবাদিকরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে আগামী বৈঠকের পূর্বে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে বিষয়টি নিরসনে পদক্ষেপ নে


     এই বিভাগের আরো খবর