,

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবী : ইমাম বাওয়ানী চা বাগানের এজিএম ফখরুল অবরুদ্ধ

জসিম তালুকদার/ছনি চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম বাওয়ানী চা বাগানের এজিএম ফখরুল ইসলামকে শনিবার সকাল থেকে অবরুদ্ধ করে রাখে ইমাম বাওয়ানী চা বাগানের শ্রমিকেরা। ৫ সপ্তাহের বেতন ৬ সপ্তাহের রেশন মালিকপক্ষ পরিশোধ না করার কারণে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফখরুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে ভুক্তভোগী শ্রমিকেরা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথের নেতৃত্বে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সূত্রে জানা যায়, ৪৫০ জন চা শ্রমিকের ৫ সপ্তাহের বেতন এবং ৬ সপ্তাহের রেশন দীর্ঘদিন ধরে পরিশোধ করে আসছে না ইমাম বাওয়ানী চা বাগান কর্তৃপক্ষ। এছাড়া দীর্ঘদিন ধরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সেবাও বন্ধ রয়েছে। এদিকে অভিযোগ রয়েছে একের পর এক বেতন ও রেশন পরিশোধ করবে বলে আশ্বাস দিয়ে আসলেও কাজের কাজ কিছু হচ্ছে না। ইমাম বাওয়ানী চা বাগানের এজিএম অবরুদ্ধের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জিতেন্দ্র কুমার নাথের নেতৃত্বে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়। উত্তেজিত চা শ্রমিকরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বার্ধনী উর্মি চা শ্রমিকদের প্রাপ্য বেতন এবং রেশনসহ মালিকপক্ষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় মালিক পক্ষের পাঠানো বাগানের লেবার পেমেন্ট প্রসঙ্গে একটি নোটিশ দেখান এজিএম ফখরুল ইসলাম। নোটিশে আগামী ৩০ জানুয়ারীর মধ্যে বাগানের লেবারদের বকেয়া মুজুরী ও রেশন পরিশোধ করা হবে বলে উল্লেখ রয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শ্রমিকদের সাথে কথা বলে জিতেন্দ্র কুমার নাথ শ্রমিকদের আশস্থ করলে তারা অবরোধ তুলে নেয়। এসময় উপস্থিত ছিলেন পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান, পুটিজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি মুদ্দত আলী, চা শ্রমিক ইউনিয়নের সার্কেল সভাপতি বিজয় হাজরা, সাধারণ সম্পাদক দেবেন্দ্র, পানিউমদা ইউপি সদস্য আবুল কালাম প্রমূখ। পরে শ্রমিকরা ৩০জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করে তাদের কাজ অব্যাহত থাকবে বলে জানায়। এর আগেও চা শ্রমিকরা আন্দোলন করলে বকেয়া বেতন পরিশোধ করার অঙ্গীকার করে মালিকপক্ষ কিন্তু কথা রাখেনি।


     এই বিভাগের আরো খবর