,

আজ থেকে শুরু হচ্ছে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব

জসিম তালুকদার ॥ আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীগঞ্জ যুগল কিশোর (জে.কে) উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব। উৎসবকে সফল করে তুলতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে বর্নাঢ্য র‌্যলীর মাধ্যমে শুরু হবে দুইদিন ব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব। উৎসবকে ঘিরে নবীগঞ্জের সর্বত্র এখন সাজ সাজ রব। ব্যানার ফেস্টুন ও রং বেরঙ্গের তোড়নে ছেঁয়ে গেছে পুরো নবীগঞ্জ শহর। শতবর্ষ পূর্তি উৎসবকে সফল করতে নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উৎসব উদযাপনের বিভিন্ন কমিটি ও উপ-কমিটি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এমপি এম.এ মুনিম চৌধুরী বাবুসহ নেতৃবৃন্দ। আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রেজিষ্ট্রেশনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে উপকরণ। সন্ধ্যায় নবীগঞ্জ জে.কে) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল শনিবার ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করতে নবীগঞ্জে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, হবিগঞ্জ-৩ আসনের এমপি মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের লালগালিছা অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রায় শতাধিক নবীন-প্রবীন শিক্ষার্থী স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে।


     এই বিভাগের আরো খবর