,

অটোরিক্সা চালকের বুদ্ধিমত্তার জন্য ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল আউশকান্দি সিএনজি ফিলিং ষ্টেশন

ছনি চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি ফিলিং ষ্টেশন ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার সময় একটি অট্রোরিক্সা আউশকান্দি গ্যাস ষ্টেশনে আসে। সিরিয়াল শেষে দুপুর ১টা ২০মিনিটের সময় গ্যাস নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ অটোরিক্সাটিতে আগুন ধরে যায়। এসময় ওই ষ্টেশনে গ্যাস নিতে আসা অন্যান্য চালক ও গ্যাস ষ্টেশনে কর্মরত শ্রমিকরা ভয়ে দিক-বেদিক ছুটিছুটি করতে শুরু করে। এসময় নিজের জীবন বাজি রেখে কোটি টাকা মূল্যের গ্যাস পাম্প রক্ষা করলো অটোরিক্সা চালক। সে দ্রুত অটোরিক্সাটিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশ্ববর্তী ধানি জমিতে ফেলে দেয়। পরে পানি ঢেলে অটোরিক্সার আগুন নিভানো হয়। যার ফলে ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় আউশকান্দি সিএনজি ফিলিং ষ্টেশন।


     এই বিভাগের আরো খবর