,

নবীগঞ্জের তাহিরপুর মাদ্রাসায় ৫ লন্ডন প্রবাসীকে সংবর্ধনা : দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসার আজীবন দাতা সদস্য ৫ লন্ডন প্রবাসীর সংবর্ধনা ও ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ মাহফিল গতকাল বেলা ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক মোঃ আলী আকবর ও সহকারী শিক্ষক মাওলানা হোসাইন আহমদ মওজুদীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সমাজ সেবক ডাঃ শাহ্ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মোজাহিদ আহমদ, মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, গভর্নিং বডির সাবেক সহ-সভাপতি হাজী মোঃ মিরাশ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল হান্নান, সাবেক মেম্বার মোঃ মহিতুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত মাদ্রাসার আজীবন দাতা সদস্য ৫ লন্ডন প্রবাসী আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম, আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ অনর উদ্দিন চৌধুরী জাহিদ, মোঃ আতাউর রহমান চৌধুরী সোহেল ও আলহাজ্ব মোঃ ছুরুক মিয়া। এছাড়াও এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য দিলাওর হোসেন চৌধুরী, মোঃ আব্দুল আজাদ, জাকির হোসেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আলতাফ উদ্দিন, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল কাদির ও মাওলানা আনসারুল ইসলাম, দাখিল পরীক্ষার্থীদের অভিভাকদের মধ্যে বক্তব্য রাখেন শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আউয়াল, মোঃ আবুল কাশেম আজাদ, দাখিল পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এমরান আহমদ, মামুনুর রশীদ ও তাহমিনা বেগম। আলীম শ্রেণির পক্ষ থেকে বক্তব্য রাখেন কফিল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ক্বারী মোঃ ময়না মিয়া, লন্ডন প্রবাসী মোঃ কাউছার মিয়া, মোঃ আব্দুল আহাদ, মোঃ নূর মিয়া, মহরম আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান, নাত পেশ করেন মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন তালুকদার মাদ্রাসার প্রবাসী ভবনের তৃতীয় তলা নির্মাণের দাবী জানালে সংবর্ধিত মাদ্রাসার আজীবন দাতা সদস্য ৫ লন্ডন প্রবাসী আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম, আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ অনর উদ্দিন চৌধুরী জাহিদ, মোঃ আতাউর রহমান চৌধুরী সোহেল ও আলহাজ্ব মোঃ ছুরুক মিয়া সে দাবী বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। সংবর্ধিত অনর উদ্দিন চৌধুরী জাহিদ প্রবাসীদের সাথে নিয়ে মাদ্রাসায় ফাজিল ক্লাস চালুর ব্যপারে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। তিনি মাদ্রাসায় ১ টি মাইক সেট প্রদানেরও আশ্বাস দেন। অপর সংবার্ধিত আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ূম মাদ্রাসার লাইব্রেরীর জন্য ১ লক্ষ টাকার বই-কিতাব এবং ১টি স্টিলের আলমিরা দেয়ার প্রতিশ্র“তি দেন। সংবর্ধিত মোঃ আতাউর রহমান চৌধুরী সোহেল মাদ্রাসায় ৫০টি চেয়ার প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শাহ আবুল খায়ের বলেন, তাহিরপুর মাদ্রাসার সন্তোষজনক ফলাফল অর্জনে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। যার ফলে প্রতিষ্ঠানটি জেলার শীর্ষে অবস্থান করছে। এ প্রতিষ্ঠানের কল্যাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মোজাহিদ আহমদ বলেন, ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করতে হবে। মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি কাজী ওবায়দুল কাদের হেলাল বলেন, তিনি মাদ্রাসার সভাপতি থাকাকালে প্রবাসীদের অর্থায়নে ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের দুতলা সম্পন্ন হয়। এজন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তৃতীয় তলা নির্মাণের জন্য সংবর্ধিত ৫ লন্ডন প্রবাসীর প্রতি দাবী জানান। সভাপতির বক্তৃতায় মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আব্দুল বাছিত চৌধুরী বলেন, মাদ্রাসার উন্নয়নে নয়মৌজাবাসীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, মাদ্রাসার ফাজিল ক্লাস চালুর ব্যাপারে লন্ডন প্রবাসীসহ নয়মৌজা বাসীর সহযোগিতা প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে তাহিরপুর মাদ্রাসা যে সাফল্য অর্জন করেছে তা ধরে রাখতে হবে। উল্লেখ্য, মাদ্রাসার আজীবন দাতা সদস্য আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম ৩২ লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসার ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১ তলা মসজিদ ভবন নির্মাণ করে দেন। এছাড়া মাদ্রাসা শিক্ষকদের কোয়ার্টার নির্মাণে আরও প্রায় ৮ লক্ষ টাকা দান করেন। মাদ্রাসার প্রবাসী ভবন নির্মাণে তার স্ত্রী আলহাজ্ব হাছিনা খাতুনেরও অবদান রয়েছে। মাদ্রাসার আজীবন দাতা সদস্য অনর উদ্দিন চৌধুরী জাহিদ ও প্রবাসী মামুন চৌধুরী মাদ্রাসার ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট শিক্ষক কোয়ার্টার নির্মাণে প্রায় ১৮ লক্ষ টাকা দান করেন। প্রবাসী ভবন নির্মাণেও অনর উদ্দিন চৌধুরী জাহিদের অবদান রয়েছে। মাদ্রাসার আজীবন দাতা সদস্য মোঃ আতাউর রহমান চৌধুরী সোহেল মাদ্রাসার শিক্ষক কোয়ার্টারের ২য় তলা নির্মাণে ১৮ লক্ষ টাকা দান করেন। মাদ্রাসার আজীবন দাতা সদস্য আলহাজ্ব মোঃ ছুরুক মিয়া ৪ লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনের ২য় তলা নির্মাণ করে দেন।


     এই বিভাগের আরো খবর