,

নবীগঞ্জের কান্দিগাঁওয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ ॥ আহত ২৫

ছনি চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে সিলেটগামী যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম থেকে সিলেট মাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (চট্রগ্রাম মেট্রো জ-০৫০০৪৪) শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কান্দিগাঁও নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় যাত্রীবাহী বাসটি ধুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাস চালক জনি মিয়া (৩৫) এবং বাস চালকের পুত্র জিয়ান মিয়া (৫) মারা যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় ১৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত এবং আহতরা সবাই চট্রগ্রামের পতেঙ্গা উপজেলার কাঠগড় গ্রামের বাসিন্দা। চট্রগ্রাম থেকে তারা সিলেট শাহ জালাল (রহ.) ও শাহ পরাণ (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আহতরা হলেন আব্দুল আলীম (২৫), কলি আক্তার (২৫), সামিয়া আক্তার ২, মিনহা আক্তার (৫), সাকিব মিয়া (১২), আব্দুল আলী (২৫), সানজিদা আক্তার (১১), রুনা আক্তার (১২)। এ বিষয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাটিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরিত ১৭ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর