,

ইনাতগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড ॥ ৬টি দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

আনোয়ার হোসেন মিঠু/আশাইদ আলী আশা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ মধ্য বাজারে গতকাল বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে নবীগঞ্জ ও হবিগঞ্জ থেকে দমকল বাহিনীর কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে হঠাৎ আশরাফুলের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন চিৎকার দিলে লোকজন আগুন নেভাতে শুরু করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা নিমেষেই ৬টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই করে দেয়। খবর পেয়ে হবিগঞ্জ ও নবীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁেছ আগুন নিয়ন্ত্রনে আনেন স্থানীয় লোকজনের সহযোগিতায়। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্টান হচ্ছে ইজাজুলের রড সিমেন্টের দোকান, আমিনুলের চালের দোকান, আশরাফুলের কাপড়ের দোকান, সঞ্জয়ের সেলুন, পবিত্র রায়ের পান সুপারীর দোকান ও জয়নাল মিয়ার ভেরাইটিজ ষ্টোর। উল্লেখিত ব্যবসায়ীরা ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মরহুম আতাউর রহমান ও ইছুবপুর গ্রামের জয়েদুল ইসলামের দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জিহাদী, ইনাতগঞ্জ পুলিশ ফাঁিড়র ইনচার্জ ধর্মজিৎ সিনহা, ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমুন উদ্দিন, সাধারণ সম্পাদক দিলবাহার মিয়া,স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ ছুটে যান। আগুনের সূত্রপাত নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। কেউ বলছেন আশরাফুলের কাপড়ের দোকান থেকে আবার কেউ বলছেন সঞ্জয়ের সেলুন থেকে।


     এই বিভাগের আরো খবর