,

নবীগঞ্জ জে.কে হাইস্কুল কেন্দ্রে ১৫ মিনিট পর প্রশ্নপত্র বিলির অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ

স্টাফ রিপোর্টার \ গতকাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায় নবীগঞ্জে এসএসসি পরীক্ষার ১ম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা চলাকালে নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২টি কক্ষে ১৫ মিনিট পরে প্রশ্ন দেয়ার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এনিয়ে পরীক্ষা শেষে স্কুল এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ ঘটনাস্থলে পৌঁেছন এবং ঘটনার ব্যাপারে তদন্ত কমিটি ঘটনের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। জানাযায়, গতকাল বৃহস্পতিবার বাংলা ১ম পত্রের পরীক্ষা চলাকালে নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের ৫৪৯ জন, হিরা মিয়া গালস্ হাইস্কুলের ২৬৮ জন ও হোমল্যান্ড আইডিয়াল স্কুলে ২৯৪ জন সর্বমোট ১১১১ জনের মধ্যে ১১১০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১ ও ২ নং রুমে অংশ নেয় শহরের সবচেয়ে ভাল ফলাফল করা প্রতিষ্ঠান হোমল্যান্ড আইডিয়াল স্কুলের ৩০ জন শিক্ষার্থী। সকল রুমে সময়মতো প্রশ্নপত্র প্রদান করা হলেও ১ ও ২ নং রুমে অভজেকটিভ এর প্রশ্ন দেয়া হয় ৫ মিনিট পরে। আর সাবজেকটিভ এর প্রশ্ন দেয়া হয় ১০ মিনিট পর বলে পরীক্ষা শেষে অভিযোগ করেন হোমল্যান্ডের পরীক্ষার্থীরা। এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ অভিযুক্ত শিক্ষকদের সকলের সামনে জিজ্ঞাসাবাদ করলে তারা ৭/১০ মিনিট দেরিতে প্রশ্ন দিয়েছেন বলে স্বীকার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সভাপতি সুবিনয় রায় বাপ্পি, প্যানেল মেয়র এটিএম সালাম, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তাপস আচার্য্যসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। এ নিয়ে নবীগঞ্জ শহরে তীব্র আলোচনা সমালোচনার ঝড় বইছে।


     এই বিভাগের আরো খবর