,

চুনারুঘাটে প্রধান শিক্ষকের বদলির দাবীতে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের হাজী আবুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহারের বদলির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচারণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তারা এ শাস্তি মূলক বদলির দাবি করেছেন। গতকাল ৪ই জানুয়ারী রোজ শনিবার সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী প্রাথমিক বিদ্যালয়ের সামনে, ছয়শ্রী রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য শফিকুর রহমান শাফু, মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ ও স্থানীয় মুক্তিযোদ্ধা নমির খাঁন সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকরা। বক্তারা জানান, ছয়শ্রী আবুল হাশিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহারকে ১মাসের মধ্যে তাকে বদলি করার চেষ্ঠা করবো। সূত্রে জানা যায়, গত ২৮ই জানুয়ারী দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার চুনারুঘাট থানার দারগা জুলহাস ও একদল পুলিশ নিয়ে বিদ্যালয়ে আসে। পুলিশ দেখে শিক্ষার্থীরা ভয়ে ক্যাম্পাস ত্যাগ করে পালিয়ে যায়। গত ৪ই জানুয়ারী স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতির মধ্যে প্রধান শিক্ষকের বিবাদ ঘটে। সভাপতি এ বিদ্যালয়ের বিভিন্ন ত্র“টি বিচ্ছেদ তুলে ধরলে প্রধান শিক্ষক ক্ষেপে যায়।এক পর্যায়ে তার ভাইসহ স্কুল কমিটির সভাপতিকে বিভিন্ন হুমকি দমকি দেয়। এ ব্যাপারে বার-বার বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয় এবং স্কুল কমিটির সভাপতি তা মেনে নিতে না পারায় তাকে ঐ স্কুল থেকে বদলি করার জন্য ইউ এনও বরাবর একটি দরখাস্তও দেন। এর পূর্বেও ঐ বিদ্যালযের প্রধান শিক্ষক বিগত ৫/৭ বছর পর্যন্ত বিদ্যালয়ে না গিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তার স্ত্রী দিয়ে বিদ্যালয় চালান। বিদ্যালয়ের তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং তার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসদাচারণের অভিযোগও আছে। এছাড়া প্রায় দিনই তিনি প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এ কারনে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহনকারীরা প্রশাসনের কাছে জোর দাবি জানান, অনতিবিলম্বে তাকে বিদ্যালয় থেকে বদলি করা হোক। তাকে বদলি না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।


     এই বিভাগের আরো খবর